Business plan (Solar Energy System)

0 comments
FGE Limited
To Make pollution Free Bangladesh


House No: 13, Road No: 4, Sector: 3
Uttara Model Town, Dhaka-1230




Future Generation Energy














Mission Statement:
Our mission is to provide the solar electricity where people not get the opportunity. Our Company is a corporation committed to providing high-quality solar panel in the country. We are committed to treating all our customers with courtesy and professionalism. Our goal of being proper stewards of God’s creation drives us to develop tools and to instruct others in renewable energies, proper energy use and conservation.




Company Ownership:
Our business will be partnership business. The business will be established by the partnership act of Bangladesh.
The owners of the company are,

JubayerIbneAbedin
Md.Shahinul Islam
Md.ArifulHaque
Md.RifatHasan
ShahanajChowdhury
Fiazunnessa
Everyone in the company possess same share, 16.67%.

Company Overview:
Founded in 2012, FGE Ltd is one of the new solar panel company in Bangladesh. The company offers high quality solar solutions. We will provide the services around Bangladesh particularly in the rural areas. We target that within 5 years we will have at least 5000 customers in Bangladesh and we will establish at least 5 branches around Bangladesh.

Sherlock TV series BBC One (আধুনিক শার্লক হোমস)

0 comments

শার্লক BBC One এর একটি সিরিজ যেখানে স্যার আর্থার কোনান ডয়েল এর শার্লক হোমস গোয়েন্দা গল্পের ভিন্ন একটি আপডেট প্রদর্শন করা হয় ।এখানে বেনেডিক্ট কাম্বারব্যাচ’ শার্লক হোমস চরিত্রে এবং মার্টিন ফ্রিম্যান’ ডাক্তার জন ওয়াটসন হিসেবে অভিনয় করেন । ‘আনব্রডকাস্ট পাইলট’ ২০০৯ এর পর তিনটি ৯০ মিনিটের সিরিজের প্রথম পর্বগুলি প্রথমে বিবিসি ওয়ান ও বিবিসি HD তে ২০১০ এর জুলাই এবং আগস্ট মাসে এবং দ্বিতীয় সিরিজ শুরু হয় এক বছর বিরতি দিয়ে আবার ২০১২ সালের প্রথম মাসে । তৃতীয় সিরিজ যথাসম্ভব ২০১৩ থেকে শুরু হওয়ার কথা । অবিশ্বাস্য হলেও সত্যি যে সিরিজের দুটো সিজনই ১৮৫ টা দেশের বিভিন্ন টেরিটরিতে বিক্রি হয়েছে ।

সিরিজের উদ্ভাবক স্টিভেন মোফাট এবং মার্ক গ্যাটিস“ডক্টর হুর” প্রোডাকশনের সময় ট্রেন জার্নিতে আধুনিক শার্লক নিয়ে ভেবে রেখেছিলেন । সহনির্মাতা Hartswood ফিল্মস বিবিসি জন্য সিরিজ প্রযোজনা এবং WGBH বস্টন তার সঙ্গে মাস্টারপিস সিরিজের জন্য প্রযোজনা করেন । লন্ডনের Merthyr, Tydfil,Swansea,Dartmoor সহ আরো বিভিন্ন অবস্থানে চিত্রধারন স্থান নিয়েছে । অন্যান্য ক্যাস্ট সদস্যদের মধ্যে রুপার্ট গ্রেভস ‘দ্বি গ্রেগ ল্যাস্ট্রেড’ হিসাবে, অ্যান্ড্রু স্কট জেমস মরিয়ার্টি’ হিসাবে, মার্ক গ্যাটিস ‘মাইক্রফট হোমস’ হিসাবে, এবং উনা স্টাবস ‘মিসেস হাডসন’ হিসাবে, সেই সাথে ভিন্সেন্ট রবিনসন এবং লুয়িস ব্রিলে ও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

গ্রিক মিথঃ প্যান্ডোরার বক্স এবং অন্যান্য

0 comments



ধ্রুপদী গ্রিক পুরাণে, প্যান্ডোরা ছিল পৃথিবীর প্রথম নারী. জিউসের আদেশে দেবতাদের অনেক উপহার নিয়ে তার অন্বিত এই প্যান্ডোরা:.. গ্রীক পুরাণের দেবী তার পরিহিত, গ্রীকদের প্রেমের অধিষ্ঠাত্রী দেবী তার সৌন্দর্য, এবং হার্মিসের তার জন্য সুর উৎসর্গ করেছিলেন । অবশেষে দেবতা Hephaestus,, , প্যান্ডোরাকে তৈরি করতে জল এবং আর্থ ব্যবহার করেন ।



যখন Prometheus স্বর্গ থেকে আগুন চুরি করেন । জিউস Prometheus এর 'ভাই Epimetheus, এর নিকট Pandora কে উপস্থাপনা করে তার প্রতিশোধ নেন । প্যান্ডোরা প্রদত্ত একটি সুন্দর পাত্র তিনি উপহার স্বরূপ প্রেরণ করেন তাঁর কাছে । প্যান্ডোরা ছিলো স্বর্গের অপ্সরী । তার সৌন্দর্যে ঝলমল করতো চারিদিক । কিন্তু তার কৌতূহল দেবতাদের দ্বারা প্রদত্ত তার দ্বারা তাড়িত ছিলো ।